

নকীবুল হক
আমার বাবা সবার সেরা
বিশ্ব সেরা জন
না থাক কিছু আমার বাবার
আছে উদার মন।
যে যাই বলুক বাবার কথা
আমার কাছে প্রিয়
ঘামে ভেজা শরীর নিয়েও
হয় না যে মুখ ম্রিয়।
চলার পথে বাবা আমার
দেখায় পথের আলো
তাই বাবাকে বলি আমি
বাসি অনেক ভালো।
শত দুঃখের পরেও বাবার
যায় না মধুর হাসি
সেই হাসিটার জন্য বাবা
তোমায় ভালোবাসি।
/এসএস