বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন গ্রেফতার

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৯

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রনেতা হাসান মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার রাত ১১ টা ২০ মিনিটে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পরিবারের একজন সদস্য।
তবে তাকে গ্রেফতারের পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা কেউ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবিলম্বে হাসান মামুনকে জনসম্মুখে হাজির করার জোর দাবি করছি।

মন্তব্য করুন