সুরের তরীর আয়োজনে সামাজিক অবক্ষয় রোধে সিয়ামের তাৎপর্য শীর্ষক আলোচনা

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জুন ১, ২০১৯

পাবলিক ভয়েস: জাতীয় সাংস্কৃতিক সংগঠন সুরেরতরী’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সামাজিক অবক্ষয় রোধে সিয়ামের তাৎপর্য ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল।

লালবাগের পার্টি প্যালেস রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইবরাহিম খান।

মহানগর শপিং কমপ্লেক্স এর চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষায়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন বংলা ভাষায় ১৮ খন্ডে প্রকাশিত বুখারী শরীফের সর্ব বৃহৎ শরাহ তোহফাতুল বারী’র গ্রন্থ প্রনেতা আল্লামা আহমদ করিম সিদ্দীক।

অনুষ্ঠানে ডিসি ইবরাহিম খান, আলহাজ্ব আব্দুর রহমান ও আল্লামা আহমদ করিম সিদ্দীককে বিশেষ সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। সুরেরতরীর প্রধান পরিচালক মুফতি মাসরুর তাশফিন।

এতে আরো উপস্থিত ছিলেন,  মাওলানা ফজলুল করীম যশোরী, মোহাম্মদ শামসুদ্দোহা, আলহাজ্ব মোসত্ফা কামাল সরকার, মুফতি আব্দুর রহমান বেতাগী, এইচ এম সাইফুল ইসলাম, মুফতি আফজাল হোসাইন, মুফতি হোসাইন মোহাম্মদ কাউছার বাঙ্গালী, কে এম দ্বীন ইসলাম, হাফেজ মোঃ ইমাম উদ্দীন, মাওলানা মিসবাহুদ্দীন, মুফতি দেলোয়ার হোসাইন আশরাফি, ডাঃ এহতেশাম হাওলাদার শাহীন, সহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি বর্গ।

বক্তারা সামজিক অবক্ষয় রোধে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

/এসএস

মন্তব্য করুন