দেশে যত অপকর্ম হয়েছে সব আওয়ামী লীগের: মির্জা ফখরুল

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুন ২, ২০১৯
ফাইল ছবি

পাবলিক ভয়েস: দেশে যত অপকর্ম হয়েছে সব আওয়ামী লীগের সময়ই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বোববার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত জিয়াউর রহমানের স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল  বলেন, দুর্ভিক্ষ, দুর্নীতি, দুঃশাসন সব আওয়ামীলীগের সৃষ্টি। দুর্নীতির পাহাড় ও নিজেদের পকেট ভারী করছে আওয়ামী লীগ। যারা জিয়ার সততা নিয়ে কটাক্ষ করে তাদের সম্পদের পাহাড় উঠছে বিদেশে।

জিয়ার আদর্শকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে সঙ্কট চলছে তা বিএনপির নয়, গোটা জাতির। তিনি নেতাকর্মীদেরকে জিয়ার আদর্শে দিক্ষিত হয়ে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার আহবান।

এসময় এই নির্বাচন বাতিল করে অবিলম্বে সরকারের প্রতি নতুন নির্বাচন দেয়ারও আহবান জানান তিনি।

/এসএস

মন্তব্য করুন