খালেদা জিয়ার সাজার এতোদিনেও আন্দোলন না থাকা বিএনপির ব্যর্থতা: কাদের

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০১৯
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাবলিক ভয়েস: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পাওয়ার এতোদিনেও রাজপথে বিএনপির আন্দোলন না থাকা দলটির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একদিকে আন্দোলনে না থাকাকে ব্যর্থতা অন্যদিকে আন্দোলনকে অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন কাদের।

খালেদা জিয়াকে সরকার বন্দি করে রেখেছে বলে বিএনপি নেতাদের এমন অভিযোগের ব্যাপারে শনিবার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের এ জৈষ্ঠ নেতা।

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে বন্দি রেখেছে কে? সরকার না মামলা? তত্ত্ববধায়ক সরকারের মামলার কারণে সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ের কারাগারে আছে। যদি সরকারকে দায়ী করেন, তাহলে তত্ত্ববধায়ক সরকারকে দায়ী করেন।

দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন; সাজা দিয়েছেন। সেভাবেই তিনি জেলে আছেন। আইনি লড়াই করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারে। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে কাদের বলেন, খালেদা জিয়ার সাজা পাওয়ার এতোদিন চলে গেলেও আজ পর্যন্ত বিএনপির আন্দোলনের বিন্দুমাত্র উত্তাপ নেই রাজপথে। এটা তাদের ব্যর্থতা।

এসময় আদালতের বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

/এসএস

মন্তব্য করুন