আবিদ আজমের সুফী গান ‘আমি মুসলমান বড়ই ভাগ্যবান’

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর ফের ইসলামী সংগীত কন্ঠে ধারণ করলেন প্রতিশ্রুতিশীল লেখক, গল্পকার ও সাংবাদিক আবিদ আজম। প্রায় এক বছর পর এবার কাজী বর্ণাঢ্য’র কথা ও হাবিব মুস্তফার সুরে ‘আমি মুসলমান বড়ই ভাগ্যবান’ গজলে কন্ঠ দিয়েছেন তিনি।

গজলটি গত ১৮ রমজান (২৪ মে) শুক্রবার ‘সহজ ইসলাম’  ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এর আগে তিনি গত রমজানে ‘খুশির চাঁদ’ শিরোনামের একটি রোজার গানে কন্ঠ দিয়েছিলেন।

‘আমি মুসলামান, বড়ই ভাগ্যবান, আমার জন্য নাযিল হলো পবিত্র কুরআন’ এমনই ‍সুন্দর কথামালা দিয়ে শুরু করা গানটিতে রোজা, নামাজ, কালিমা  ইসলামের জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। এছাড়াও মুসলমান হিসেবে দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে সচেতনতার বার্তা দেয়া হয়েছে।

এ ব্যাপারে আবিদ আজম বলেন,মুসলমান হয়ে জন্ম নেয়া এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা সত্যি ভাগ্যের বিষয়।কবি কাজী বর্ণাঢ্যের রচনায় হাবিব মোস্তফার সুরে আমি গানটিকে কণ্ঠে ধারণ করেছি। আশা করি-শ্রোতাদের ভাল লাগবে।

 সংগীতটি শুনতে ক্লিক করুন
‘আমি মুসলমান বড়ই ভাগ্যবান’

/এসএস

মন্তব্য করুন