
ডেস্ক রিপোর্ট: ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত বলতে কিছু নেই, জামায়াতের কোন প্রার্থীও নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, বিএনপির প্রতীক ধানের শীষ তাদের দেওয়া হয়েছে। জামায়াত তাদের মনোনীত করেনি, বিএনপি মনোনীত করেছে।
নির্বাচন ভবনে শনিবার একটি প্রতিনিধি দল নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বরাবর কিছু দাবি জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন।
৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের সাথে মিলে এদেশের মানুষদের হত্যা করে মানবতাবিরোধী অপরাধে জড়ানো এই দলের অনেক উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরাই বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। এর মথ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত মাও. দেলোয়ার হোসাইন সাঈদীর সন্তানও রয়েছে।
সেদিকে ইঙ্গিত করে ‘জামায়াতের প্রার্থীদেরও পদ-পদবী তাদের ওয়েবসাইটে এখনও আছে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়েবসাইটে পদ-পদবি থাকুক। আপনারাও যদি আমাদের কাছে মনোনয়ন চান, আমরা দিতে পারি। কোনো ওয়েবসাইটে আপনার নাম কীভাবে আছে সেটা পরের ব্যাপার। আমরা আইনের মাধ্যমে দিতে পারি কি-না সেটা হলো বিষয়। জামায়াত কোনো নিবন্ধিত দল নয়। কারা কারা জামায়াত করে সেই তালিকাও আমাদের কাছে নাই। আমরা যাদের মনোনয়ন দিয়েছি, তারা আমাদের দলের প্রতীক ধানের শীষ পেয়েছেন।
এরা যদি অবৈধ হতো তাহলে নির্বাচন কমিশন আগেই বলতো- তাদের প্রার্থিতা অবৈধ। তাদের যদি প্রতীক দেওয়া বেআইনি হতো, যখন প্রতীক বরাদ্দ করা হয়, তখন নির্বাচন কমিশন কেন প্রতীক বরাদ্দ করলো? আওয়ামী লীগ সবসময় বলে নির্বাচন কমিশন যা করে তাই আমরা মেনে নেবো, বাধা সৃষ্টি করবো না। এখন কেন আওয়ামী লীগ ইসির কাজে পদে পদে বাধা সৃষ্টি করছে।