

পাবলিক ভয়েস: হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) এবং হজরত বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনা।
মাজার জিয়ারত শেষে বেলা সোয়া ১টার দিকে সিলেট সার্কিট হাউজে যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় স্থানীয় আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
এর আগে শনিবার সকাল ১০টা ৫৩ মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তার আগে সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।
এদিকে, নির্বাচনী জনসভায় ভাষণ শেষে বিকেল ৪টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
#এনাইকিউ