ফখরুলের আসনে প্রার্থী নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : রিজভী

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মে ২২, ২০১৯
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বগুড়া-৬ উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করণে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা জানানো হবে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে রিজভী বলেন, ‘সংবিধানের ৩৫ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ আছে, যে কোন বিচার হতে হবে উন্মুক্তভাবে। কারাগারের একটি কক্ষে বিচার হতে পারে না। তাই কেরানীগঞ্জে আদালত নিয়ে যাওয়া সংবিধান বিরোধী। পাশাপাশি ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টভাবে বলা আছে, যে কোথায় কোথায় আদালত স্থানান্তরিত হতে পারে। তাতে উল্লেখ নাই কারাগারে কোর্ট স্থাপিত হতে পারে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, সরকারকে বলব দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তেই মুক্তি দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন