
দীর্ঘ আড়াই মাস পর চিকিৎসা শেষে দেশে ফেরার পর সচিবালয়ে নিজ দপ্তরে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, দীর্ঘদিনের যেসব ফাইল জমা হয়েছিল সে সবে সই করেছেন তিনি।
রবিবার (১৯ মে) সকাল সোয়া ১০ টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ওবায়দুল কাদেরের একান্ত সূত্র জানায়, আজ (১৯ মে) থেকেই কাজে নেমে পড়বেন ওবায়দুল কাদের। দলে এবং মন্ত্রণালয়ে সাধ্যমতো সময় দেবেন।
পুরোদমে কাজ শুরু করতে আরও মাস খানেক সময় লাগবে। তাই, আপাতত দলীয় কার্যালয়ে যাওয়া থেকে বিরত থাকবেন তিনি।
এরমধ্যে গত দুদিন ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে অনেকেই সাক্ষাৎ করেছেন। তার মন্ত্রণালয় ও সড়ক বিভাগের কর্মকর্তারা ও ফুল নিয়ে গিয়েছিলেন। এছাড়া, দিনভর রাজনৈতিক নেতা-কর্মীরা তার বাসায় ভিড় করেছিলেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ ভোরে ঢাকার নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ আড়াই মাস পর চিকিৎসা হওয়ার পর সুস্থ হয়ে ওঠেন ওবায়দুল কাদের।
আইএ/পাবলিক ভয়েস