সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দু ‍কাদের

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৯

আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের চিকিৎসা শেষে দেশে ফিরছেন। আজ বুধবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তি‌নি।

বিষয়‌টি নি‌শ্চিত করে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ রয়েছেন। তিনি আজ বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

হানিফ বলেন, এ সময় আ.লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। আশাকরি, তিনি আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন।

এদিকে গত ৩ মার্চ হার্ট অ্যাটাক হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ৪ মে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন