
আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা একটি ছোট্ট সাধারণ ঘটনা। এটি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।
আজ মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আ.লীগের যৌথসভা শেষে তিনি একথা বলেন।
হানিফ বলেন, ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন, হাজার হাজার নেতাকর্মী। বয়সে তরুণ হওয়ার তাদের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন। যোগ্য নেতারা সবাই পদ প্রত্যাশা করেন। সবাইকে তো দেয়া যায় না। তখন কিছু ব্যক্তি অসন্তুষ্ট হতেই পারে। যে কারণেই এরকম একটু আধটু ঝামেলা হতেই পারে। আমাদের দেশে এমনটি হয়ে থাকে।
হানিফ আরও বলেন, সংগঠনের নেতারা সবকিছু সমাধান করবেন। এছাড়া অক্টোবরে শেষ হবে আ.লীগের বর্তমান কমিটির মেয়াদ। নির্ধারিত সময়েই আ.লীগের কাউন্সিল হবে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস

