একুশে পদকপ্রাপ্ত হায়াৎ সাইফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৯

একুশে পদকপ্রাপ্ত কবি ও অনুবাদক হায়াৎ সাইফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রোববার (১২ মে) দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

কিডনি জটিলতাসহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন তিনি। ১৯৪২ সালে ঢাকায় জন্ম হায়াৎ সাইফের। সাইফুল ইসলাম খান সাহিত্যাঙ্গনে হায়াৎ সাইফ নামেই পরিচিত ছিলেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন