

“সবার একান্ত ভালোবাসা ও সু-পরার্শ সামনে রেখে এগিয়ে যেতে চাই”
‘ইনভাইট’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে ইনভাইট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সে ধারাবাহিকতায় সদ্য রিলিজ হয়েছে আহমদ আবদুল্লাহ -এর কথা ও সুরে ইনভাইটের বহুল প্রতীক্ষিত ‘বিশ্বাসের মিছিল’ শিরনামে চমৎকার একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইনভাইটের জনপ্রিয় সংগীত পরিচালক; আনওয়ারুল করীম মুস্তাজাব।
গানটি প্রকাশ করেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল; ‘কাতিব টিভি’। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাতিব টিভি’র সিইও ইনাম বিন সিদ্দিক। গানটির সার্বিক বিষয়ে জানতে চাইলে আনওয়ারুল করীম মুস্তাজাব পাবলিক ভয়েসকে বলেন, ইনশাআল্লাহ, সামনে আরও কিছু সংগীত আসছে সকলের কাছে দোয়া চাই। সবার একান্ত ভালোবাসা ও সু-পরার্শ সামনে রেখে এগিয়ে যেতে চাই।
আপনারা ইনভাইট নাশিদ গ্রুপের সাথেই থাকুন এটাই কামনা করছি।
মুগ্ধকরা এ নাশিদের কয়েক লাইন লিরিক এমন—
জীবনের প্রয়োজনে চাই সুন্দর
আগামীর দিন চাই সম্ভাবনার
ভুবন জয়ের পথে
এসো চলি একসাথে
হৃদয়ের জানালা দাও খুলে
এসো বন্ধু এসো বন্ধু বিশ্বাসের মিছিলে।
বিশ্বাসে ভরে নাও হৃদয় তোমার
জীবন হবেই হবে আলোময়
সংগ্রাম জীবনের পথ বেছে নাও
চিরদিন রবে তুমি অক্ষয়
পৃথীবি একদিন সোনার ছিল,
বিশ্বাস বুকে আগলে …
প্রসঙ্গত, প্রথম দিনেই ‘বিশ্বাসের মিছিল’ নাশিদটি সোশ্যাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেক নামি-দামি শিল্পীরা গানটির লিংক ফেসবুকে শেয়ার করে শিল্পীর অসাধারণ সুরের লহরীর বেশ প্রশংসা করছেন।