উত্তরার মসজিদে “বাচ্চাদের না আনার নিষেধাজ্ঞা” নারী মুসুল্লিদের জন্য

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ১০, ২০১৯

সম্প্রতি উত্তরা ১০ নং সেক্টরের কেন্দ্রীয় মসজিদে “বাচ্চাদের নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা” সম্বলিত একটি ব্যানার ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। মসজিদে টানানো সেই ব্যানারটির ছবি তু্লে ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি নিয়ে কথা বলেছে অনেকেই। বিষয়টিকে উপজিব্য বানিয়ে মসজিদে বাচ্চাদের প্রবেশ ও বাচ্চাদের নিয়ে মসজিদে যাওয়ার শরয়ি বিধান সম্বলিত অনেক আলোচনাও করেছেন অনেকে।

এসব কন্টভার্সিতে বিশেষ করে পাবলিক ভয়েস টোয়েন্টিফোরে এ বিষয়ে একটি প্রতিবেদন হওয়ার পর মসজিদ কর্তৃপক্ষ ব্যানারটি খুলে ফেলেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র। সাথে সাথে কেন এই ব্যানার টানানো হলো সেটার ব্যাখ্যাও দিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা ১০ নং সেক্টর মসজিদের কমিটির সাথে সংশ্লিষ্ট একজন পাবলিক ভয়েসকে বলেন,
“ব্যানারটি মূলত নারী মুসুল্লিদের জন্য”। উত্তরা ১০ নং সেক্টরের ওই মসজিদে নারীদের নামাজ পড়ার ব্যাবস্থা রয়েছে। নারীরা মসজিদে এলে সাথে করে ছোট ছোট শিশুদেরও নিয়ে আসেন যারা মসজিদে প্রস্রাব করে দেয় যা পরবর্তিতে পরিস্কার করা বেশ মুশকিল হয়ে পড়ে।

নারী মুসুল্লিদের মধ্য থেকেই অনেকে বিষয়টি অভিযোগ আকারে জানানোর পর মসজিদ কর্তৃপক্ষ এ ব্যানার টানিয়ে দেয় যাতে করে নারী মুসুল্লিরা মসজিদে বাচ্চাদের নিয়ে না আসে। তবে এ নিষেধাজ্ঞা কোনোভাবেই পুরুষ মুসুল্লি বা সব বাচ্চাদের জন্য না বলেও জানান তিনি।

এ ব্যানারটিই ফেসবুকে ছড়িয়ে পড়লে সবাই মসজিদ কমিটিকে দোষ দেওয়া শুরু করেন এবং মূল ঘটনা না জেনেই সবাই প্রতিবাদে নামেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন : মসজিদে বাচ্চাদের নিয়ে প্রবেশের ব্যাপারে ইসলাম কী বলে

মন্তব্য করুন