 
                                       
আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে গতকাল ৩০ অক্টোবর রোজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ৩ নং নান্দাইল ইউনিয়ন ভাটি গোরস্থান বাজারে বাংলাদেশ জাতীয়তাবাী দল বিএনপির সদস্য নবায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল।ছাত্রদল নেতা আকাশ ফুলের তোরণ দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়। প্রধান অতিথি
বলেন আমাদের আন্দোলন সংগ্রাম এখন ও শেষ হয়নি দীর্ঘ ১৬ বৎসর আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমাদের সজাগ থাকতে হবে। একটি মহল নানান পায়তারা করে যাচ্ছে তাই সকলেই এক হয়ে আসুন কাজ করি জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন মাষ্টার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্দাইল উপজেলা বিএনপি, সভাপতিত্ব করেন মৌলভী মোঃ জুবেদ আলী, সাবেক সভাপতি ৩ নং নান্দাইল ইউনিয়ন বিএনপি, সঞ্চালন করেন আবুল ইসলাম যুগ্ন – আহবায়ক ৩ নং নান্দাইল ইউনিয়ন বিএনপি। নান্দাইল উপজেলা বিএনপি নেতা,নুর উদ্দিন চুন্নু, সাইফুল ইসলাম যুগ্ন আহবায়ক ময়মনসিংহ উওর জেলা যুবদল,যোগাযোগ বিষয়ক সম্পাদক ময়মনসিংহ উওর জেলা যুবদল, মাজাহারুল ইসলাম, যুবদল আনোয়ার হোসেন যুবদলের নেতা আশিকুর রহমান,
ছাত্রদলের নেতা দূর্জয় প্রমূখ।
 
		
