বাতিল হলো সুনামগঞ্জ জেলার ৫ জুলাই যোদ্ধার গেজেট

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

এম সালমান আহমদ সুজন (সুনামগঞ্জ) 

জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া সুনামগঞ্জ জেলার ৫জন সহ দেশের ১২৮ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে।

বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে।

গেজেটে দ্বৈততার কারণে ২৩ জন এবং আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত নয় এমন ১০৫ জনের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদেরকে তালিকাভুক্ত করতে সহায়তা করেছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গেজেট বাতিল হওয়া সুনামগঞ্জ জেলার ৫ জন হলেন- মোঃ রুহুল আমিন, শ্রেণী- -গ, গেজেট নাম্বার -৪৪৫, মোফাজ্জল হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৪৯১, মোঃ আফতাব উদ্দিন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৭১, আল- হেলাল মো. ইকবাল মাহমুদ, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৫৮৫, মো. মোবারক হোসেন, শ্রেণী -গ, গেজেট নাম্বার -৬০১ ।

সূত্র : ইত্তেফাক

মন্তব্য করুন