নান্দাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি । 

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহ নান্দাইলে আজ ২৮ অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিটে নান্দাইল শহীদ মিনার চত্বরে ময়মনসিংহ উওর জেলা যুব দলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ১৫৩ নান্দাইল ৯ আসন হতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিগ্রেডিয়ার জেনারেল অবঃ শামসুল ইসলাম ( সূর্য)। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল। ময়মনসিংহ উওর জেলা যুব দলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) ৪ টা ৩০ মিনিটে নান্দাইল পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি শেষ হয়। এ সময় যুবদলে প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।র‍্যালিতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার,বিএনপি নেতা চুন্নু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, শহিদুল ইসলাম, যুবদল নেতা ফেরদৌস , যুবদল নেতা তুহিনুল ইসলাম, আসাদুজ্জান আসাদ, মামুন জুয়ারদার, ওয়াসিম, সাবেক কমিশনার ওয়ালীউল্লাহ,পৌর যুবদল নেতা এনামুল হাসান, হলুদ, বিল্লাল, হযরত, আনোয়ার হোসেন প্রমূখ। প্রধান অতিথি বলেন, বিগ্রেডিয়ার জেনারেল অবঃ শামসুল ইসলাম ( সূর্য)।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে চলেছে। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যেকোনো আন্দোলনে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অন্যান্য বক্তারা বলেন, যুবদল অতীতের মতোই ভবিষ্যতেও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম সর্বদা প্রস্তুত থাকবে।এই বর্ণাঢ্য আয়োজনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি সংগঠনের শক্তিশালী ভিত্তি ও ঐক্যের প্রতিফলন ঘটিয়েছে।

মন্তব্য করুন