
পাবলিক ভয়েস: চট্টগ্রামের প্রথম ডিজিটাল কলেজ সাউথ এশিয়ান কলেজের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মে) চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সালেহ জহুর।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সরকারি বি এড কলেজের শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ সামশুদ্দীন শিশির। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী।
সভাপতিত্ব করেন উক্ত কলেজের সভাপতি আবু বকর সিদ্দিক। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন শিক্ষিকা সালসাবিল করিম চৌধুরী।
সভায় বক্তারা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদেরকে কলেজের সার্ভিক কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য ১২ মে থেকে সাউথ এশিয়ান কলেজের ভর্তি কার্যক্রম শুরু হবে।

