
পবিত্র রমজানে ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, রমজানে ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে হলেও ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করা উচিত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজারে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘রমজান এবাদতের মাস। ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে সৎভাবে ব্যবসা করা উচিত। অসৎ ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক’।
পরিদর্শনকালে মেয়র কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কিনা যাচাই করেন। মাংস ব্যবসায়ীদের কাছে দাম যাচাই করেন।
একটি গরুর মাংসের দোকানের একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা দেখতে পেয়ে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মীর নাহিদ আহসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন। এ সময় তিনটি দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া পরিদর্শনকালে টাউনহল বাজারের পেছনে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাজারের পেছনের রাস্তা থেকে দোকান সরিয়ে নেয়ার জন্য মেয়র ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।
গণমাধ্যমকার্মীদের মেয়র বলেন, ‘এটি খুব দুঃখজনক যে, ফুটপাত ও রাস্তা দখল করে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এটা চলতে দেয়া যাবে না।‘
তিনি সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরগণকে নিয়ে অবিলম্বে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দেন। সেই সাথে ডিএনসিসির অন্যান্য বাজারেও এ ধরনের আকস্মিক পরিদর্শন করা হবে বলে তিনি জানান। ঝটিকা বাজার পরিদর্শনে অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি উপস্থিত ছিলেন।
আইএ/পাবলিক ভয়েস