জিএম কাদের জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান : এরশাদ

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৯

রাতে সাংবাদিকদের ডেকে ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ।

গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে ঢাকার বারিধারায় নিজের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এরশাদ বলেন, তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়ত্ব তার ছোট ভাই জিএম কাদের পালন করবেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। সে কারণে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন