হাঁটাচলা করছেন ওবায়দুল কাদের (ভিডিও)

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯

ধীরে ধীরে আরও সুস্থ হয়ে উঠছেন আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এখন সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণেও বের হচ্ছেন তিনি।

আজ রোববার সকালে সিঙ্গাপুরে তাকে মর্নিং ওয়াক (হাঁটাহাঁটি) করতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, ওবায়দুল কাদের সুস্থ ও স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন।

মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করেছেন।

ওবায়দুল কাদের বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মেডিকেল পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পর্যবেক্ষণের জন্য এখনও তাকে সিঙ্গাপুরেই থাকতে হচ্ছে।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন