আসন্ন রমযান উপলক্ষে আঞ্জুমান তা’লীমুল কুরআনের জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯

আসন্ন রমযান উপলক্ষে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।।

আজ ২৬ এপ্রিল শুক্রবার পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরীর অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্ত্বে ও ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী জামিল আহমদ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের জেদ্দা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী উবায়দুর রহমান, আঞ্জুমানের কেন্দ্রীয় পরিক্ষক পরিদর্শক ‍ও প্রশিক্ষক মাওলানা ক্বারী হোসাইন আহমদ বাহুবলী, ঢাকা মহানগরীর উপদেষ্টা মাওলানা ক্বারী রফিকুল ইসলাম ও মুফতী আবদুল হক আমিনী। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মাদরাসার যিম্মাদারগণ।

এ সভায় আসন্ন রমযানকে কেন্দ্র করে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
১. ঢাকা মহানগরের অস্থায়ী মারকাজ করা হয়েছে; দারুল উলূম মহিলা মাদরাসা, মিরপুর-১, ঢাকা।
২. রমযানের পূর্বেই ঢাকাস্থ প্রশিক্ষণ কেন্দ্রগুলোর খোঁজ খবর নেয়।
৩. প্রশিক্ষণ কেন্দ্রগুলোর অনুমোদন দেওয়া ও নবায়ন করা এবং নতুন কেন্দ্র দেওয়া।
৪. অনুমোদনের সাথে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া।
৫. আসন্ন রমযানের পর শাইখুল কুররা ভানুগাছী রাহ. জীবন শীর্ষক আলোচনা সভা।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন