চবিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় চবি এ কে খান আইন অনুষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, মাদক একটি সামাজিক অভিশাপ। যুব সমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার। মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে দরকার সামাজিক সচেতনতা। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। জীবনে হতাশা-ব্যর্থতা বলতে কিছু নেই; সকল প্রকার হতাশা-ব্যর্থতাকে পদদলিত করে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবার আহ্বান জানান।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনও সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গি-সন্ত্রাস-দুর্নীতি এবং মাদকমুক্ত রাখতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। যার সুফল আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যে পেতে শুরু করেছে। শিক্ষার্থীদেরকে সকল প্রকার নেতিবাচক কর্মকান্ডসহ অসত্য-অসুন্দরকে বর্জন করে সত্য-সুন্দর ও আলোর পথে দিশারী হয়ে শিক্ষাজীবনের প্রতিটি মূল্যবান মুহুর্তকে সঠিকভাবে কাজে লাগিয়ে আলোকিত মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান।

চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. জামাল উদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশ সুপার জনাব নুরে আলম মিনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের নিয়ামক শক্তি। তাদেরকে অন্ধকারের অশুভ শক্তিকে প্রতিরোধ-নিধন করে আলোর পথে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, এখন ‘যৌবন যার, বাংলাদেশকে কিছু দেয়ার সময় তার’। তাই তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ-জাতির আশা আকাঙ্খা পূরণে দৃশ্যমান অবদান রাখার আহ্বান জানান।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মো. মজিবুর রহমান পাটওয়ারী। সেমিনারে চবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বক্তব্য রাখেন। সেমিনার পরিচালনা করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাঈদ আহসান খালিদ।

চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন