
অবৈধ ক্ষমতা ধরে রাখতেই আইন আদালতেকে নিয়ন্ত্রণ করে সরকার। রমজানের আগেই সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কর্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
এসময় তিনি আরো বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই এই সরকারের জনগনের কাছে কোন দায়বদ্ধতা নেই। সরকারের নিজেরই এখন অপরাধ দমনের কোন নৈতিক ক্ষমতা নেই অভিযোগ করে রিজভী আরো বলেন ক্ষমতাসীনদের মদদেই দেশে এখন চরম নৈরাজ্য চলছে। নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতেই সরকার এখন আইন আদালতেকে নিয়ন্ত্রণ করে বলেন ও মন্তব্য করেন রিজভী আহামেদ।
জিআরএস/পাবলিক ভয়েস

