

দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমাদ শফীকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে পঞ্চগড় ১-আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাজহারুল হক প্রধানের বিরুদ্ধে।
গত ১৮ এপ্রিল পঞ্চগড়ের আহমদনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় বক্তৃতা প্রদানকালে তিনি আল্লামা শফীকে নিয়ে কটুক্তি করেন বলে জানা যায়।
পঞ্চগড়ে কাদিয়ানীবিরোধী সমাবেশ ও কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে ওলামায়ে কেরামদের “খতমে নবুওয়াত সম্মেলনের” পরবর্তি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ ধৃষ্টতা দেখান।
তিনি আল্লামা শাহ আহমাদ শফীকে লক্ষ্য করে বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই পঞ্চগড় একটি শান্তিপ্রিয় এলাকা। এই এলাকাকে আপনারা অশান্ত করতে কোনো ধরণের সুযোগ আপনারা দেবেন না। এসবে আমি অন্তত ছাড় দেবো না।
তিনি বলেন, আমি গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কমিটির মিটিংয়ে বলেছি, “প্রশানের ভাইরা গলায় আঙুল দিয়ে কাশছেন, এই কাশ যে আপনাদের কী হবে, যেদিন এতে আক্রান্ত হবেন সেদিন বুঝবেন”।
আল্লামা শাহ আহমাদ শফীকে তেঁতুল হুজুর আখ্যা দিয়ে তিনি বলেন, আমি কখনই তেঁতুল হুজুরকে সমর্থন করি না। যেই তেঁতুল হুজুর আমার মা-বোনকে তেঁতুলের সঙ্গে তুলনা করে বলেছেন, মেয়েরা তেঁতুলের মতো— তাদের দেখলেই নাকি জিবে পানি চলে আসে। আমি সেই তেঁতুল হুজুরকে সমর্থন করি না, যে বলেছে যেসব নারীরা রাতের বেলা গার্মেন্টসে কাজ করে তারা বেশ্যার সমান।
মাজহারুল আরও বলেন, কী দুর্ভাগ্য আমাদের একজন আল্লামা আমাদের মা-বোনদের বেশ্যার সাথে তুলনা করলেন। আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনি কীভাবে আমাদের মা বোনদের তেঁতুলের সাথে তুলনা করলেন? আপনার কি মা বোন নেই? “তিনি আমাদের মা-বোনকে তেঁতুল বলেছেন আমরাও বলবো আপনার মা-বোনের দিকে তাকান, তারাও তেঁতুল হয়ে গেছে”
এসময় মাজহারুল আল্লামা শাহ আহমাদ শফীকে তুমি সম্বোধন করে বলেন, “তুমি তাকাও তোমার মেয়ের দিকে, তোমার নিজের মায়ের দিকে, যে বেশ্যার কথা বলেছো, তুমি গার্মেন্টসের শ্রমিকদের সেই বেশ্যাবৃত্তিতে তোমার মা-বোন হয়ত জড়িয়ে গেছে”
আল্লামা শফীকে কটাক্ষ করে এসময় তিনি বলেন, খোঁজ রাখো ভাই, খোঁজ রাখো তেঁতুল হুজুর সাহেব।
বক্তব্যের শেষে মাজহারুল বলেন, বাজে কথা বলে পঞ্চগড়ের মাটি এবং আবহাওয়াকে উষ্ণ করবেন না এটাই আমার অনুরোধ।
প্রসঙ্গত : গাজি মাজহারুল হক প্রধানের নামে পঞ্চগড়ে কাদিয়ানীদের উসকানী দেওয়া এবং তাদের কার্যক্রমে সহায়তা করার অভিযোগ রয়েছে। কাদিয়ানীদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের কঠোর অবস্থানের কারণে তিনি আল্লামা শফীর ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন বলে অভিযোগ অনেকের।
আইএ/পাবলিক ভয়েস
গাজি মাজহারুলের বক্তব্যের ভিডিও দেখুন
https://www.facebook.com/1934148316680638/posts/2232938993468234/