দৈনিক কালের কণ্ঠে যোগ দিলেন আলেম সাংবাদিক আতাউর রহমান খসরু

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৯

দৈনিক কালের কণ্ঠে সহ-সম্পাদক হিসেবে যোগ দিলেন আতাউর রহমান খসরু। আলেম ও সাংবাদিক আতাউর রহমান খসরু গত ১৯ এপ্রিল থেকে দেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক পত্রিকা কালের কণ্ঠে কাজ শুরু করেছেন।

মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে তাকমিলে হাদিস শেষ করে মাদরাসা দারুর রাশাদে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেন তিনি। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্ট্যাডিজে মাস্টার্স সম্পন্ন করেছেন।

এর আগে, ইসলামি ভাবধারার অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমে বার্তা সম্পাদক ছিলেন। ইসলাম টাইমস টোয়েন্টিফোর ডটকমেও বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন কিছুদিন। জাতীয় একাধিক সংবাদপত্রেও রয়েছে রির্পোটিং ও সম্পাদনার অভিজ্ঞতা। সম্পাদনা করেছেন মাসিক শিশু-কিশোর পত্রিকা নকীব এবং মদিনার পয়গাম।

এ যাবত আতাউর রহমান খসরু প্রকাশিত গ্রন্থ ৭টি। সভ্যতা ও সংস্কৃতির উপর ইসলামের অবদান, কারাগার নয় শান্তিময় পরিবার, মুসলিম বর-কনে ইসলামি বিয়ে, ইমাম গাজালি রহ. এর জীবন ও কর্ম তার আলোচিত গ্রন্থ। এছাড়াও ২০১২ সালে মাসিক রাহমানী পয়গামের শ্রেষ্ঠ লেখক সম্মানা পেয়েছেন তিনি।

মন্তব্য করুন