এবার চার ভাষায় কলরবের ‘তলাআ’ল বাদরু আলাইনা’

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯

‘কলরব’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে।

সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে কলরব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় হটিউনের ব্যানারে রিলিজ হয়েছে ‘তলাআল বাদরু আলাইনা’ শিরোনামে জাতীয় সাংস্কৃতি সংগঠ কলরব ‘র নতুন গান।

জনপ্রিয় কবি ও গল্পকার সাইফ সিরাজের বাংলা কথাসহ তিন ভাষায় কলরবের ‘তলাআল বাদরু আলাইনা’য়  যৌথভাবে কণ্ঠ দিয়েছেন কলরবের স্বর্ণপদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী আবু রায়হানতাওহীদ জামীল

 রিপোর্ট লেখা অবধি ইউটিউবে হলিটিউন চ্যানেলে গানটি ইতোমধ্যে ৭৮ হাজার বার দেখা হয়েছে।

গানটি প্র্রকাশ করেছে স্বনামধন্য রেকর্ড স্টুডিও ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘হলিটউন’

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান

মন্তব্য করুন