১৮ এপ্রিল ক্বারি ইউসুফ (রহ.) এর জীবনশীর্ষক অনুষ্ঠান

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ.) এর ইন্তেকালের প্রথম বছর পূর্ণ হবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল)। সে উপলক্ষ্যে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর গ্রামে তার রুহের মাগফিরাত কামনা ও জীবনশীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ক্বারি মুহাম্মদ ইউসুফ (রহ:) ছিলেন বাংলাদেশে ইলমে ক্বিরাতের অন্যতম কিংবদন্তী এবং বাংলাদেশে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত ও ইলমে ক্বিরাতের পথপ্রদর্শক।

তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন বিশুদ্ধ কোরআন শিক্ষার প্রসার ঘটে। সেজন্য দীর্ঘ ৫৪ বছর তিনি এ প্রচেষ্টা চালিয়ে গেছেন।

১৯৩৮ সালে চট্টগ্রামের পটিয়া থানার দৌলতপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। দীর্ঘকাল তিনি বাংলাদেশ বেতারের প্রধান ক্বারি ছিলেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ও প্রখ্যাত ক্বারি আহমাদ বিন ইউসুফের পিতা। গত বছরের ১৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

আইএ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন