তাহিরপুরে ফাঁকা বাড়ীতে প্রতিবন্ধীকে ধর্ষণ 

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

এম সালমান আহমদ সুজন (তাহিরপুর, সুনামগঞ্জ) 

 

তাহিরপুরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটাবুকা গ্রামে চাচাত ভাইয়ের ফাঁকা বাড়িতে আটকে রেখে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তানভীর নামক এক বখাটের বিরুদ্ধে। শুক্রবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে তানভীর নামে ওই বখাটেকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের তাহিরপুর থানায় মামলা করেছেন। ভিকটিমের সূত্রে জানা গেছে, তানভীর গেল ১২ অক্টোবর সন্ধ্যায় প্রতিবেশী পরিবারের প্রতিবন্ধী কিশোরীকে তারই চাচাত ভাইয়ের ফাঁকা বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরিবার, প্রতিবেশীরা কিশোরীর সন্ধানে বের হলে চিৎকার শুনে দরজা ভেঙে ওই কিশোরীকে উদ্ধার করেন। ওই সময় তানভীর কৌশলে পালিয়ে যায়। ভিকটিম কিশোরীর পিতা জানান, আমার প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণের পরপরই থানায় আইনি সহায়তা নিতে গেলে স্থানীয় ইউপি সদস্যসহ একদল গ্রাম্য সালিশিগণের বাধার সম্মুখীন হই। তাহিরপুর থানার সেকেন্ড অফিসার মামলার তদন্তকারী অফিসার নাজমুল ইসলাম জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন