
মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, বাজারের একটি চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের দুটি পেট্রলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ রূপ নেয়।
একে একে স্টিলের ফার্নিচার, দুটি পেট্রলের দোকানসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
জিআরএস/পাবলিক ভয়েস

