
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ছাত্র বিষয়ক উপকমিটির বিশেষ একটি বৈঠক আজ সকাল ১০ টায় মিরপুর আরজাবাদ জামিয়ায় অনুষ্ঠিত হয় ৷
এ বৈঠকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের ছাত্র বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
বৈঠকের শুরুতেই ছাত্র জমিয়তের সার্বিক তৎপরতায় উপকমিটি সন্তোষ প্রকাশ করেন ৷ সংগঠনকে দেশব্যাপী আরও বেগবান করতে ও সংগঠনের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপকমিটির নেতৃবৃন্দ ৷ এছাড়াও সংগঠনের গঠনতন্ত্রে প্রয়োজনীয় পরিবর্তন সাপেক্ষে অধিকতর সময়োপযোগী করার পদক্ষেপ নেওয়া হয় ৷
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ছাত্র সমাজকে সর্বাবস্থায় নীতি-আদর্শের উপর অবিচল থাকতে হবে ৷ মেধা, বিচক্ষণতা ও যথার্থ কর্মকৌশলের মাধ্যমেই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সফলতার স্বাক্ষর রাখতে হবে ৷
আকাবির-আসলাফের রেখে যাওয়া মত ও পথকে গভীর অনুধাবনের মাধ্যমে হৃদয়ে লালন করতে হবে৷ প্রশিক্ষিত কর্মী বাহিনীই হচ্ছে একটি সংগঠনের মূল শক্তি ৷ ছাত্র জমিয়তের সকল ইউনিটকে সেভাবেই গড়ে তুলতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন উপকমিটির সদস্যবৃন্দ যথাক্রমে কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতী নাছির উদ্দীন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ ৷
আইএ/পাবলিক ভয়েস

