ইশা ছাত্র আন্দোলন দেশের অন্য যে কোন সংগঠন থেকে এগিয়ে : নওমুসলিম সিরাজী

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেশের যে কোন ছাত্র সংগঠন থেকে এগিয়ে আছে এবং আদর্শিক রাজনীতির ক্ষেত্রে তারা সবার চেয়ে ভালো অবস্থানে আছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য ও দেশের প্রখ্যাত ওয়ায়েজ নওমুসলিম আলহাজ্ব ডাক্তার মুহা. সিরাজুল ইসলাম সিরাজী।

গতকাল (১২ এপ্রিল) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুমকী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দুমকি উপজেলার সভাপতি হাফিজ মোসাদ্দেক বিল্লাহর সভাপতিত্বে উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী বলেন এদেশের বাম রাজনীতি ছাত্র সংগঠনের থেকে হাজার গুনে এগিয়ে আছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তাই সকলের প্রতি আহবান জানান তাদের পরিচিত ছাত্রদেরকে সংগঠনের সাথে সম্পৃক্ত করার জন্য।

সম্মেলনে ২০১৮ সালের কমিটি বিলুপ্ত করে ২০১৯ সালের নতুন কমিটি ঘোষনা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটি, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও দুমকী উপজেলা শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

মন্তব্য করুন