
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী আলিম পরিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিম এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদ্যস্য ছাত্র নেতা মুহাম্মাদ ইবরাহীম হুসাইন।।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা জাহেলিয়াত এর কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। জাহেলি যুগে যখন অনৈতিক কর্মকান্ডে পৃথিবী সয়লাব ছিল তখন মানুষকে এমনিভাবে হত্যা করা হতো। সুতরাং ফেনির সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা তারই অংশবিশেষ। এরা দেশ জাতি নির্বিশেষে মানবতার শত্রু। এরা দেশকে আধুনিকতার পরিবর্তে জাহেলি যুগের বর্বর অন্ধকারে ফিরিয়ে নিতে চায়। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন,ফেনির সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে হত্যায় সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করতে হবে।

