মাদরাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টাকারীদের ও ছাত্রীদের শ্লীলতাহানী করার চেষ্টা করা মাদরাসা শিক্ষক মাওলানা সিরাজউদ্দৌলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফেনী জেলা শাখা।

মঙ্গলবার ছাত্র ইউনিয়ন ফেনী শাখার উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুহিবুল হক রাসেল।

ছাত্র ইউনিয়নের শহর শাখার সভাপতি মো: সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সাবেক আহবায়ক মুজিবুল কাইয়ুম আরমান ও সংগঠনটির নেতৃবৃন্দ। তারা বক্তব্যে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সবার কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি করেছেন।

আরও পড়ুন

মাদরাসাছাত্রীর গায়ে আগুন দেয়া অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে : অধ্যক্ষ ইউনুস

মাদরাসাছাত্রী হত্যাচেষ্টা : জড়িতদের কঠোর শাস্তি দাবি জামায়াতের

আগুনে পুড়িয়ে দেওয়া মাদরাসা ছাত্রীর করুণ আকুতি

মন্তব্য করুন