আসছে ফখরুল হকের কণ্ঠে হলিটিউনের ব্যানারে কলরবের নতুন গান ‘প্রান ভরে দাও’

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

‘কলরব’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেই চলেছে। সুস্থ ইসলামি সংস্কৃতির বিকাশে কলরব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় শিগগিরই আসছে ফখরুল হকের কণ্ঠে হলিটিউনের ব্যানারে কলরবের নতুন গান ‘প্রান ভরে দাও’

জনপ্রিয় গীতিকার আহমদ আবদুল্লাহ’র কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কলরবের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফখরুল হক। গানটি প্র্রকাশ করছে স্বনামধন্য রেকর্ড স্টুডিও ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘হলিটিউন । এবং সার্বিক ব্যবস্থাপনায় আছেন হলিটিউনের সিইও, কলরবের সিনিয়র দায়ীত্বশীল মুহাম্মদ বদরুজ্জামান।

গানটি নিয়ে শিল্পী ফখরুল হকের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই প্রথম আহমদ আব্দুল্লাহ ভাইয়ের কথা ও সুরে কোনো গান গাইলাম। আশাকরি, গানটি শ্রোতারা বেশ উপভোগ করবেন।

গান নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গানটি শ্রোতাপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে, আমি সেই প্রত্যাশাই করছি।

মন্তব্য করুন