বিএনপির আন্দোলন কবে হবে জানা নেই : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপি বহুবার আন্দোলনের কথা বলেছে। তবে তাদের সেই আন্দোলন কবে হবে তা জানা নেই এমটাই বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত ২য় জাতীয় গণসংগীত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে আহ্বান করবো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও অসুস্থতা নিয়ে যেন রাজনীতি না করে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার গুলশানের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধভাবে যার বাড়িতেই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক না কেন তা বিচ্ছিন্ন করে দেয়া হবে।

তথ্যমন্ত্রী জানান, বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী। তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। তিনি কোন রাজবন্দী নন।

তাকে মুক্তি মাধ্যম একমাত্র আদালতের বলেও জানিয়েছেন তিনি। ২য় জাতীয় গণসংগীত উসবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জিআরএস/পাবলিক ভয়েস

মন্তব্য করুন