
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলছে আ.লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক।
আজ শুক্রবার বিকেল ৫টায় এই বৈঠক শুরু হয়। আ.লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করছেন।
দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনে যারা দলীয় প্রতীক নৌকার বিপক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, দেশের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে কমিটি করা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে প্রতিপক্ষ বিএনপিসহ আ.লীগের নেতৃত্বাধীন মহাজোটের বাইরের অন্য কোনো দল অংশ নেয়নি। ফলে উপজেলা নির্বাচনের মাঠে আ.লীগের প্রতিপক্ষ আ.লীগই হয়ে দাঁড়ায়। এর ফলে দলের তৃণমূল পর্যায়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে আ.লীগের জেলা ও উপজেলার শীর্ষ নেতা, দলের স্থানীয় সংসদ সদস্য এমনকি কোথাও কোথাও মন্ত্রীদের অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস

