

ঢালাওভাবে আলেম উলামার ওয়াজ বা বয়ান নিয়ন্ত্রণ ঠিক হবে না
পাবলিক ভয়েস: যারা ঈমান ও ইসলামের কথা সাধারণ মানুষদের কাছে তুলে ধরছে তাদেরকে ঢালাওভাবে নিয়ন্ত্রণ করা উচিত নয় মতামত ব্যক্ত করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আলেমগণ সমাজের আয়না। ঢালাওভাবে আলেম উলামার ওয়াজ বা বয়ান নিয়ন্ত্রণ ঠিক হবে না। তবে যদি সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।
২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, আলেমগণ সবসময় দীনের পক্ষেই কথা বলেন। ইসলামের সৌন্দর্যের কথা মানুষের সামনে তুলে ধরেন। একজন সাধারণ মানুষ মসজিদে এলেই আলেম খুশি হন। আলেমের দাওয়াতি কাজই হলো আসল মেহনত। কোথাও কোথাও কেউ কেউ কোনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তা অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা। এটা আলেমদের বাস্তব চিত্র নয়। ঢালাওভাবে ওয়াজ নিয়ন্ত্রণ করলে বাস্তবিক ক্ষেত্রে সমাজ পিছিয়ে পড়বে। দ্বীনের আলো সমাজে কমতে থাকলে অন্ধকার এখানে জায়গা করে নেবে। সমাজকে আলোকিত করতেই এই সমাজের বাতাসে দ্বীনের কথা ছড়িয়ে দিতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতেও আলেমদের ওয়াজ ও বয়ান খুই গুরুত্বপূর্ণ।