
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃথিওলজি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দা’ওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৭-১৮শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা। রানার্স-আপ হয়েছে একই বিভাগের তৃতীয়(২০১৬-১৭ শিক্ষাবর্ষ) বর্ষের শিক্ষার্থীরা।
জানা যায়, দা’ওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে থিওলজি অনুষদভুক্ত ৩টি বিভাগের ১২ টি শিক্ষাবর্ষের ছাত্ররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে দা’ওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষ বনাম তৃতীয় বর্ষ। তৃতীয় বর্ষের খেলোয়াড়রা টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৮৮ রান সংগ্রহ করে। অপরদিকে দ্বিতীয় বর্ষের খেলোয়াড়রা ৩ ওভার বাকি থাকতে ৭ উইকেটের ব্যবধানে তাদের বিজয় নিশ্চিত করেছে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এবং শাহজালাল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান।
প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন দা’ওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্না।
		
