
চবি প্রতিনিধি: চট্টগ্রামের মিডসিটি মডেল স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৩০ মার্চ সকাল ১০ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ২৭ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচ এম সোহেল ও ১৯ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী।
উপাচার্য তাঁর বক্তব্যে শিশু-কিশোরসহ উপস্থিত সম্মানিত শিক্ষক-অভিভাবকদের স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ পারে না। মাননীয় উপাচার্য বলেন, আমাদের প্রাণপ্রিয় শিশু-কিশোররা আগামীদিনের কর্ণধার। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সন্তানদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে সুন্দর ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি ক্রীড়া-খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। উপাচার্য এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত কাউন্সিলিং-এর মাধ্যমে জঙ্গি-সন্ত্রাস-মাদক সহ সকল প্রকার অনৈতিক কর্মকান্ড থেকে বিরত রাখতে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
উপাচার্য শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় দেশপ্রেমিক ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মানিত শিক্ষক-অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডসিটি স্কুলের অধ্যক্ষ মিসেস সেলিনা আখতার। সহকারী শিক্ষক মিসেস ডালিয়া-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জনাব মো. নুরুল আমিন।
অনুষ্ঠানে উক্ত স্কুলের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় অনু্ষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
		
