নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে, নিখোঁজ ১

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

পাবলিক ভয়েস: রাজউকের পূর্বাচলে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ৩ জন বালু নদীতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা গাড়ীতে থাকা দুই নারীকে উদ্ধার করলেও চালক মাহমুদ জুয়েল গাড়ীসহ বালু নদীতে ডুবে যায়।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পূর্বাচলের ১ নং সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী ভোলানাথপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে একটি প্রাইভেটকার নীলা মার্কেটের দিক হতে বালুনদীর ব্রিজের আন্ডারপাস রাস্তা অতিক্রমের সময় নিয়ন্ত্রন হারিয়ে ওই নদীতে পড়ে যায়।

প্রথমে গাড়ীর ভেতরে থাকা দুই নারীকে উদ্ধার করা হয়। তারা হলেন, ধানমন্ডির ১২ নং রোডের ২৭ নং হাউজের বাসিন্দা আবিদ হাসানের স্ত্রী সাদিয়া সিফাত দোলা(২৪) ও ধামরাই এলাকার ইসলামপুর গ্রামের রবিউল আলমের মেয়ে জাকিয়া সুলতানা (২৫)।

এ সময় গাড়ীর চালক মাহমুদ জুয়েলকে উদ্ধার করা যায়নি।

খবর পেয়ে পূর্বাচল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। ঘটনার আড়াইঘন্টা পর ডুবুরি সদস্যরা উদ্ধার কাজ শুরু করে।

মন্তব্য করুন