ববি উপাচার্যের কুশপুত্তলিকা দহন ও মশাল মিছিল

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

ববি প্রতিনিধি: টানা চুতুর্থদিনে গড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্র আন্দোলন। আজ শুক্রবার বিকাল ৪ টা থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আন্দোলন শুরু হয়। এসময় তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

পরবর্তীতে মাগরিবের নামাজ শেষে মশাল মিছিল বেড় হয়। মিছিল টি শহীদ মিনার থেকে শুরু করে মুক্তমঞ্চ ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। মশাল মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের কুশপুত্তলিকা দহন করা হয়।

আন্দোলন নেতৃত্ব দেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুর রহমান বলেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ৭১’র মহান মুক্তিযুদ্ধের সময় ঢাবি মাস্টার্সের শিক্ষার্থীছিলেন। ৭ই মার্চের ভাষণ ভাষণ শুনেছেন। তবুও মুক্তিযুদ্ধে অংশ নেন নি।যা রাজাকার সমতূল্য। এই ভিসি আমাদের রাজাকার বলতে পারেন। অনতিবিলম্বে আমরা তাঁর পদত্যাগ চাই।

উল্লেখ, প্রশাসন শিক্ষার্থী হল ছাড়তে বললেও তারা প্রশাসনের আদেশ অমান্য করে হলে অবস্থান নিয়েছেন। উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

মন্তব্য করুন