ঘুষের টাকাসহ উপজেলা শিক্ষা অফিসার আটক!

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

এম ওমর ফারুক আজাদ:

ফটিকছড়িতে ঘুষ নেয়ার সময় টাকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিমেল কদরকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম শিক্ষা অফিস থেকে তাকে আটক করা হয় বলে জানান দুদকের কাছে অভিযোগকারী ফটিকছড়ির পাইন্দং ভেড়াজালী স্কুলের প্রাক প্রাথমিকের শিক্ষক তসলিমা সুলতানা।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-০১ এর উপ পরিচালক লুৎফুল কবির চন্দন অভিযানে নেতৃত্ব দেন। শিক্ষা কর্মকর্তা মো.আজিমেল কদরের কাছ থেকে দুদক কর্মকর্তারা ঘুষের ১৫ হাজার টাকা উদ্ধার করেছে।

উল্লেখ্যঃ ২০০৭ সালে উক্ত অফিসের তৎকালীন শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুজ্জামানও ঘুষের টাকাসহ আটক হয়েছিলেন।

মন্তব্য করুন