ববি’তে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বললেন উপাচার্য 

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

ববি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে শিক্ষক,কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে আয়োজিত গার্ডেন পার্টির বিরুদ্ধে দিনভর আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ। আন্দোলনের এক পর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির একটি অনুষ্ঠানে উপাচার্য প্রসেফর ড. এস এম ইমামুল হক বলেন, আজকের এই স্বাধীনতা দিবসে যারা এমন কাজ(আন্দোলন) করে তারা রাজাকারের বাচ্চা ছাড়া কিছুই না। আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজাকারের বাচ্চা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ছাড়া এই কাজ কেউ করতে পারেনা।

এসময় তিনি ব্যথিত হৃদয়ে বলেন, তোমরা বুঝতেই পারছো, আমার এখানে (বিইউডিএস) অনুষ্ঠানে আসার ইচ্ছা ছিল না। তবুও এলাম তোমরা যা করছো, তা একজন শিক্ষক হিসেবে কাম্য নয়। তোমরা নিজেদেরকে শিক্ষকের সমান মনে করো।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে গার্ডেন পার্টির  প্রতিবাদে ৫ দফা দাবিতে বিক্ষোভ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতি বছর জাতীয় দিবসগুলোতে চা-চক্র ও সাংস্কৃতিক(গার্ডেন পার্টি) অনুষ্ঠানের আয়োজন করেন উপাচার্য এমএম ইমামুল হক। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপচার্যের পছন্দের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। তবে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোন অংশ গ্রহণ থাকে না। দিবসের তাৎপর্য বা ইতিহাস তুলে ধরা হয় না শিক্ষার্থীদের কাছে। তাই উপাচার্যের চা চক্রের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তারা।

এসময় শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে ধরেন।

  • দাবিগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ সকল জাতীয় দিবসে শিক্ষার্থীদের অংশ গ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
  • আজকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য উন্মূক্ত রাখতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হতে হবে।
  • টিএসসিকে সাংস্কৃতিক চর্চার জন্য উন্মূক্ত করতে হবে।
  • সর্বোচ্চ ৫শ’ টাকা ভাড়া নির্ধারণের মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য কনফারেন্স রুম ব্যবহার করতে দিতে হবে।

মন্তব্য করুন