পরাধীনতা মানে!

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

পরাধীনতা মানে!

মাহদী হাসান রিয়াদ

 

পরাধীনতা মানে

পিঞ্জরে বন্দী জীবন,

পরাধীনতা মানে

নির্দোষে মৃত্যু বরণ।

 

পরাধীনতা মানে

নির্বাক হয়ে চেয়ে থাকা,

পরাধীনতা মানে

উৎপীড়কের দোষ ঢাকা।

 

পরাধীনতা মানে

দেখেও কিছু না দেখা,

পরাধীনতা মানে

বিরহে ‘কবিতা’ লেখা।

 

পরাধীনতা মানে

নিজেকে ধিক্কার দেওয়া,

পরাধীনতা মানে

কষ্ট স্রুতে ভেসে যাওয়া।

 

পরাধীনতা মানে

রক্তরাঙা ভাইয়ের বুক,

পরাধীনতা মানে

সন্তান হারা মায়ের দুখ।

মন্তব্য করুন