
ববি প্রতিনিধি: আজ ২৬ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল ৯টায় উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপরই শুদ্ধ সুরে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন হয়।
এ সময় ট্রেজারার ড.এ কে এম মাহবুব হাসান সহ, রেজিস্টার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রোভোস্টবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী ,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬দফা স্মৃতি স্তম্ভে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, আবাসিক হল, ববির শিক্ষক সমিতি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
		
