২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ববিতে ‘৭১’র চেতনায় মানববন্ধন

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

পাবলিক ভয়েস: ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ৭১ এর চেতনা মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে।

১৯৭১ রের চেতনার বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থিত শাখার সমন্বয়ে এই মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২৫শে মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবিতে আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধনটি পরিচালিত হয়।

আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন ভিন্নধর্মী আয়োজনের অংশ হতে পেরে ৭১’র চেতনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, “জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি বাঙালীর অন্যতম প্রাপ্তির অংশ হবে বলে আমি মনে করি”

১৯৭১’র চেতনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মাদ লোকমান হোসেন বলেন, “গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি, এটি শুধু বাঙ্গালি নয় মানবতা বোধে উজ্জীবিত বিশ্বের প্রতিটি মানুষের দাবি হওয়া উচিৎ”  ।

কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও স্কুল কার্যক্রমের পরিচালক  মুক্তা আক্তার মনে করেন, “বাঙালীর নিজ দাবি নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে যেমনটা মুক্তিযুদ্ধে ও এর পূর্ববর্তী ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই। “

গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দানের দাবিতে মানববন্ধনে অংশ নেয়া সকলের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। এসময়ে সংগঠনের নেতৃবৃন্দ সমাজের সচেতন নাগরিকদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেবার জন্য আহ্বান করেন।

সবশেষে মুক্তিযুদ্ধভিত্তিক গঠনমূলক আলোচনার মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৭১’র চেতনা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুন