

“স্বাধীন বাংলাদেশ”
ফয়জুল ইসলাম
স্বাধীন ভাবে বাঁচবো বলে
দিলাম লাখো প্রাণ,
এই মাটিতে মিশে আছে
স্বাধীনতার ঘ্রাণ।
হানাদারের বুলেট বোমা
বুকটা ঝাঝরা করে,
স্বাধীন দেশের আশা বুকে
বঙ্গ দামাল মরে।
পাক হানাদার চালায় গুলি
করতে আমায় শেষ,
গুলির মাঝে-ই জাগি আমি
গড়তে নতুন দেশ।
কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক
অস্ত্র নিলাম তুলে,
করবো স্বাধীন বাংলাভূমি
জীবন মায়া ভুলে।
বুকের তাজা রক্ত দিলাম
স্বাধীনতার তরে,
একটা স্বাধীন রাষ্ট্র পেলাম
জীবন বিলিন করে।
জীবন দিয়ে নাম বসালাম
স্বাধীন বাংলাদেশ,
সবুজ শ্যামল রুপে ভরা
যাহার পরিবেশ।