বায়তুল মোকাররমে দাড়িয়ে মিলাদ পড়া নিয়ে ধুম্রজাল

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

ধর্মপ্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দাড়িয়ে মিলাদ পড়া নিষেধ করা হবে মর্মে বক্তব্য দিয়েছেন এমন একটি আলোচনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মিলাদের পক্ষে-বিপক্ষের লোকদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়। তবে শেখ আবদুল্লাহ কোথায় এমন বক্তব্য দিয়েছেন বা কবে কিভাবে মিলাদ বন্ধ করেছেন তা কেউ বলতে পারেনি। তাছাড়া না জেনেই একদল আবার এর বিপক্ষে প্রতিবাদও জানিয়েছে। পক্ষে বিপক্ষে যারাই  প্রচারণা চালাচ্ছেন তারাও বা কোন সূত্রে প্রচারণা চালিয়েছেন তা জানা যায়নি।

আজ এ বিষয়ে মিলাদের পক্ষে থাকা লোকজন ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন,

একদল কুচক্রীমহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। তিনি তার বিরুদ্ধে আনা বক্তব্য অস্বীকার করে বলেছেন আমার বিরুদ্ধে একদল দুষ্কৃতীকারী কুচক্রীমহল মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। মিলাদ কিয়াম বিদয়াত বলা তো দূরের কথা, এ বিষয়ে কোনো নেগেটিভ বা নেতিবাচক মন্তব্য আমি করিনি। একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে।’ এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমাকে হেয় করতেই কেউ কেউ মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। যারা এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি এর নিন্দা জানাচ্ছি। আমি নিজ উদ্যোগেই প্রয়োজনে মিলাদের আয়োজন করব। ’ তিনি আরও বলেন বাইতুল মুকাররমে মিলাদ কিয়াম সহ  ইসলামী সংস্কৃতির আলোকে যে কোন কার্যক্রম পরিচালনা করতে কোনো বাধা নেই।

ধর্ম প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতে যাওয়া লোকজনের মধ্যে ছিলেন, মিলাদের পক্ষে থাকা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত দাবি করা একটি উচ্চতর প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক শামীম আফজাল, দারুন্নাজাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.খ.ম আবু বকর সিদ্দীক সাহেব, মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রাজ্জাক সাহেব, ডঃ মাওঃ মাহবুর রহমান, মাওঃ আবুল কাশেম ফজলুল হক সাহেব, মাওঃ হেলাল উদ্দিন, ইমরান হোসাইন তুষার, ধর্ম সচিব আনিছুর রহমান প্রমূখ।

মন্তব্য করুন